শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ লাখ টাকায় ফিল্ডিং কোচ রেখে এক ম্যাচে পাঁচটি ক্যাচ মিস হচ্ছে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : [২] কয়েকদিন আগেই বাংলাদেশ দলের কোচিং স্টাফদের নিয়ে নিজ ফেসবুকে সমালোচনা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও ম্যাচ হারায় আবারও চটেছেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক। এবার মাশরাফির কাঠগড়ায় উঠছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুক।

[৩] সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে বেহাল দশা ফুটে উঠেছে বাংলাদেশ দলের। প্রায় প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছে বাংলাদেশ দলের ফিল্ডাররা। এমন বাজে পারফরম্যান্স দেখে হতাশ মাশরাফি।

[৪] ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত দ্য তামিম ইকবাল শো’তে তিনি বলেন, এখন আপনি ১২ লাখ টাকা দিয়ে ফিল্ডিং কোচ রেখে যদি একটা টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ ড্রপ হয়..আমি আগে প্লেয়ারের দোষ কেন দেবো, বলেন তো।

[৫] তিনি আরও বলেন, এটা পেশাদার জীবন হলে আমার আগে কোচিং স্টাফদের দেখা উচিত। কোচিং স্টাফের সঙ্গেও আমার একটা বোঝাপড়া থাকা উচিত। আমি ৫০ হাজার টাকা দিয়েই তো ফলাফল পাচ্ছি, তাহলে এমন দরকার কী। মূলত দেশের স্বনামধন্য কোচ বাদ দিয়ে বিদেশি কোচ আনার কোনো কারণই খুঁজে পান না মাশরাফি। মোহাম্মদ সালাহউদ্দিন এবং খালেদ মাহমুদ সুজনের মতো কোচদের জাতীয় দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় না কেন, সেই প্রশ্নও রেখে গেছেন তিনি।

[৬] মাশরাফি আরও বলেন, কোচিং প্যানেল নিয়ে আমি আবারও কথা বলব। আমার কথা হচ্ছে, সমস্যা টা কোথায়, সালাহউদ্দিন ভাইকে কোথাও না কোথাও যোগ করে নিতে। আপনার সন্তান আপনার কাছে কিছু চাইলে দেরি করে হলেও তাকে দেবেন। সালাহউদ্দিন ভাইকে পেয়ে যদি পুরো দল খুশি থাকে, তাহলে সালাহউদ্দিন ভাইকে কেন টিমের সঙ্গে দেয়া হচ্ছে না। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়