শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ নভেম্বর পর্দায় আসছেন দিতি

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা দিতি বেঁচে নেই। কিন্তু আগামী ৫ নভেম্বর তিনি ‘এ দেশ তোমার আমার’ ছবির মাধ্যমে পর্দায় আসছেন। এফআই মানিক পরিচালিত এবং প্রায় এক দশক আগে নির্মিত এই ছবিটি গত ১৬ সেপ্টেম্বর সেন্সর সনদপত্র পেয়েছে।

প্রযোজক পরিবেশক, প্রদর্শক ও অভিনেতা ডিপজল এখন ব্যস্ত রয়েছেন ‘এ দেশ তোমার আমার’ ছবি মুক্তি নিয়ে। তিনি পরিচালক মনতাজুর রহমান আকবরকে দিয়ে ২০ লাখ টাকা বাজেটে যে ছবিগুলো প্রযোজনা শুরু করেছিলেন সেগুলো এখন বন্ধ রেখেছেন। অসুস্থতার কারণে তাকে বেশ কিছুদিন বিদেশে কাটাতে হয়েছে। দেশে ফিরে বিশ্রামের জন্য তাকে কিছুটা সময় দিতে হয়েছে। এ সময়টাতে তিনি ‘এ দেশ তোমার আমার’ সেন্সরে জমা দেন। ছবিটি দেখে সেন্সর বোর্ড সদস্যরা প্রশংসা করায় তিনি সমমানের ছবি নির্মাণের কথা ভাবতে শুরু করেছেন।

এ কারণেও লোবাজেটের ছবি বন্ধ রাখা হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। এ ছবির পরিচালক এফআই মানিক বলেছেন, ছবিটি যত্ম নিয়ে নির্মিত। দেখলে মনে হবে আজকালের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এই ছবিটির একটি চরিত্রে অভিনয় করেছেন টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী রোমানা। এতে ডিপজলের সহশিল্পী হিসেবে দেখা যাবে এ নায়িকাকে। দেশপ্রেমভিত্তিক সিনেমাটিতে আরও দিতি ছাড়াও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা মিজু আহমেদ। অনেক দিন ধরেই রোমানা যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি ব্যস্ত রয়েছেন স্বামী, সন্তান ও সংসার নিয়ে।

এ নায়িকা গণমাধ্যমকে বলেছেন, ১০ বছর আগে আমি নাটকে এবং সিনেমাতে নিয়মিত কাজ করতাম। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতাটাও বেশ ভালো ছিল। দর্শকের কাছে অনুরোধ থাকবে ‘এ দেশে তোমার আমার’ সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সিনেমা।

এদিকে, সিনেমাটি নিয়ে এর প্রযোজক ও অভিনেতা ডিপজল বলেন, সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি মেসেজ দিতে। আশা করি, দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর সেন্সর ছাড়পত্র পায় ‘এ দেশ তোমার আমার’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়