শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূরুঙ্গামারীতে আগুনে দোকান পুড়ে ক্ষতি ৬০ লাখ টাকা

হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার কুড়ার পাড় বাজারে আগুন লেগে ১১ টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

[৩] প্রত্যক্ষদর্শী আব্দুস ছাত্তার জানান, বুধবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার কুড়ার পাড় বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহর্তেই আগুন বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১১টি দোকান পুড়ে যায়। বাজারে দক্ষিণে পাঁচটি মুদি দোকান, একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানসহ খাবার হোটেল, সেলুন, ডেকোরেটর, সাইকেল-রিকশা মেরামতের দোকান ও গো-খাদ্যের দোকান ছিল। যা আগুনে পুড়ে গেছে।

[৪] ক্ষতিগ্রস্ত দোকান মালিক আকতার আলী জানান, দোকানে চাউল, আটা, কসমেটিকস সামগ্রী ও গো-খাদ্য ছিল। সব পুড়ে গেছে কিছুই আর অবশিষ্ট নেই। আনুমানিক প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

[৫] বৈদ্যুতিক সামগ্রী বিক্রেতা রায়হান জানান, তার ও বাল্ব সহ বিদ্যুতের অন্যান্য মালামাল ছিল যা পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঠিকই তবে ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।

[৬] ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার সাথে সাথে বিদুৎ সরবরাহ বন্ধ করার জন্য বিদুৎ অফিসে অসংখ্য বার ফোন দেয়া হয়। কিন্তু কেউ রিসিভ করেননি। এতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষতির পরিমান বেড়ে যায়।

[৭] নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন মাস্টার ইমন মিয়া জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রেনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়