স্পোর্টস ডেস্ক : [২] রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে মেসির দীর্ঘদিনের সতীর্থ জাভির নাম। এ সংবাদ দিয়েছে স্পেনভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্তও।
[৩] এদিকে অনলাইট পোর্টাল মার্কা জানায়, বার্সেলোনায় কোমান তোপের মধ্যে থাকায় নতুন কোচও কেউ কেউ নির্ধারণ করে ফেলছিলেন। কেউ বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের কথা বলছিলেন তো কেউ অ্যান্তোনিও কন্তের কথা। আবার কেউ কেউ বার্সার কিংবদন্তি খেলোয়াড় জাভি হার্নান্দেজকেও কোচ হিসেবে দেখতে চাইছিলেন। এবার সে আশার যে কোনো একটি পূরণ হতে চলেছে বার্সা সমর্থকদের।