শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ জানুয়ারি শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ইমরুল শাহেদ: রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী এই আয়োজনের শ্লোগান হলো - ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। উৎসবের অফিসিয়াল ফেসবুক থেকে এতথ্য জানানো হয়। বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে চলচ্চিত্র উৎসবে কোন্ কোন্ দেশের কতোগুলো চলচ্চিত্র এবার স্থান পাচ্ছে, কারা থাকছেন বিচারক- সবকিছু ধীরে ধীরে জানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিকে, ৩০শে সেপ্টেম্বর ছিল সিনেমা জমা নেয়ার শেষ সময়। উৎসবের অফিসিয়াল সূত্রে জানা যায়, সিনেমা জমা নেয়া শেষ।

এখন সিনেমাগুলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া এবারের উৎসবের সিনেমাগুলো জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল এবং বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে।
উল্লেখ্য, সিনেমা হল খুলেছে, দর্শক সিনেমা হলে গিয়ে বিনোদন উপভোগ করতে পারছেন। প্রযোজক ও পরিবেশকদের মধ্যে ছবি মুক্তির জন্য একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, নভেম্বর ও ডিসেম্বরের সপ্তাহগুলোর রিলিজ ডেট ইতোমধ্যে ঠিক হয়ে গেছে। চলচ্চিত্র উৎসবও হচ্ছে। এভাবেই ক্রমশ চলচ্চিত্রশিল্প গতিশীল হতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়