শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দিনের মতো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান চলছে

হ্যাপি আক্তার: [২] পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করে হামজা। এদিকে, প্রত্যয় নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলেও এখনো জাহাজটি আসেনি।  যমুনা টিভি, রাইজিং বিডি

[৩] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

[৪] আরিচা স্থলকাম ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করেছে। একই সঙ্গে উদ্ধারকারী জাহাজ হামজাও কাজ শুরু করেছে। সকাল সাড়ে ৭টায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতিজনিত কারণে কাজে যোগ দিতে তার কিছুটা সময় লাগছে।

[৫] উদ্ধারকারী জাহাজ হামজার যুগ্ম পরিচালক সানোয়ার হোসেন জানান, প্রস্তুতিজনিত কারণে কাজে যোগ দিতে সামান‌্য বিলম্ব হলেও ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট সহযোগিতা করছে। আশা করা হচ্ছে দ্রুত উদ্ধার অভিযান শেষ হবে।

[৬] উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ নামের রো রো ফেরিটি পৌঁছানোর ২ মিনিটের মধ্যেই উল্টে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়