শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১০:০১ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসির প্রস্তুতিতে নজর রাখছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক: [২] বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, এ দেশে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগামী জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটি যুক্তরাজ্য আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রথম আলো 

[৩] জাতীয় প্রেস ক্লাবে বুধবার (২৭ অক্টোবর) ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে হাইকমিশনার এ মন্তব্য করেন। লিখিত বক্তবে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে বহু মত ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার যে অঙ্গীকার করা হয়েছে, সেই অনুযায়ী ভোটার ও প্রার্থীদের সুরক্ষা দিয়ে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচন আয়োজনে বিদেশি বন্ধু হিসেবে যতোটা সম্ভব সমর্থন দিয়ে যাবে যুক্তরাজ্য।

[৪] বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে যুক্তরাজ্য কীভাবে যুক্ত হবে এমন প্রশ্নের জবাবে রবার্ট ডিকসন বলেন, এ দেশে নির্বাচন কীভাবে হবে তা বলে দেওয়া বিদেশিদের কাজ নয়। তবে নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, সেটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনে সব দল, প্রার্থী ও ভোটারের অংশগ্রহণ জরুরি এবং পুরো প্রক্রিয়ার ওপর আস্থা থাকতে হবে। পুরো বিষয়টি বাংলাদেশের জনগণ তাদের নিজেদের মতো করেই করবে।

[৫] বাংলাদেশে দুর্গাপূজার সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার প্রসঙ্গ টেনে রবার্ট ডিকসন বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী মত প্রকাশ, ধর্মীয় স্বাধীনতার চর্চা সমুন্নত রাখার প্রতি যাদের সমর্থন রয়েছে, আমরা যে তাদের পাশে রয়েছি, তা আমরা জনসমক্ষে এবং সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় উল্লেখ করেছি।’ সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহসহ একাধিক খুনের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

[৬] ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়