শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে অনুমোদনহীন নিউ ভরসা ফুডঅ্যান্ড বেভারেজ কোম্পানীকে ৬লাখ টাকা জরিমানা

আদনান হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে কেলীয়া এলাকায় অনুমোদনহীন নকল জুস তৈরি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লগো ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কোম্পানীকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

[৩] র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

[৪] খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

[৫] র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এর নেতৃত্বে মোহাম্মদ আনিসুর রহমান এবং বিএসটিআই প্রতিনিধি সিকান্দার মাহমুদ এর উপস্থিতিতে ২৬ অক্টোবর ২০২১ইং সন্ধ্যা সময় ধামরাই উপজেলার ধামরাই থানাধীন কেলিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরি করার অপরাধে নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার ও অপারেটরকে মোট ৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

[৬] নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার বিশ্বজিৎ মল্লিক (৩০), জেলা-বরিশালকে নগদ ৩লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

[৭] নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর অপারেটর মো. হযরত আলী (২৬), জেলা-সিরাজগঞ্জকে নগদ ৩লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

[৮] এছাড়াও বিক্রয় নিষিদ্ধ আনুমানিক ১০ লাখ টাকার নকল শিশু খাদ্য (জুস) জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

[৯] এ ব‍্যাপারে স্থানীয় বাসিন্দা আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম এই এলাকায় কিরন অক্তারের বাসায় ভাড়া থাকতেন। তিনি গোপনে অস্বাস্থ্যকর জুসের ফ্যাক্টরি তৈরি করেছিলেন তা কারোরই জানা ছিলো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়