শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে খালের স্রোতে তলিয়ে গেলেন নির্মাণ শ্রমিক

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুর সদর উপজেলায় ওয়াপদা খালের স্রোতে তলিয়ে গিয়ে বাবুল হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। নিখোঁজ বাবুল ময়মনসিংহ জেলার বাসিন্দা।

[৩] জানা গেছে, ওয়াপদা খালের ওপর সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ ওয়াপদা ব্রিজ নির্মাণ কাজটি পেয়েছেন। কয়েকমাস ধরেই নতুন ব্রিজ নির্মাণে কাজ করছেন শ্রমিকরা। বুধবার সকালে পাইলিং কাজ চলছিল।

[৪] এ সময় একটি ছোট ড্রাম খালে পড়ে যায়। ড্রামটি উদ্ধার করতে বাবুল পানিতে নামেন। প্রবল স্রোতের ড্রামটি টেনে আনলেও হাত থেকে ফসকে যায়। ফের ড্রামটি উদ্ধারের জন্য চেষ্টা করতে গেলে তিনি স্রোতে হারিয়ে যান। এক সহকর্মী তখন তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েও পারেননি।

[৫] ঠিকাদারী প্রতিষ্ঠানের স্থানীয় সমন্বয়কারী জিল্লুর রহিম বলেন, ড্রাম উদ্ধার করতে গিয়ে প্রবল স্রোতে ডুবে গিয়ে শ্রমিক নিখোঁজ হয়েছেন। অন্য শ্রমিক তাকে উদ্ধারের চেষ্টা করেছেন। কিন্তু এরআগেই তিনি স্রোতে তলিয়ে যান। আমরা ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক ঘটনাটি জানাই।

[৬] লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের অভিযানিক টিমের দলনেতা রঞ্জিত কুমার সাহা বলেন, প্রবল স্রোতের কারণে একজন নিখোঁজ হয়েছেন। প্রায় সাত ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আবার চেষ্টা চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়