শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতের কাছে ০-১ গোলে হেরে বাছাইপর্ব শুরু বাংলাদেশের

মাহিন সরকার: [২] পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে কুয়েতের কাছে ০-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে মারুফুল হলের শিষ্যরা।

[৩] উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে বাছাইয়ের ‘ডি’ গ্রুপে বুধবার য়েতের বিপক্ষে মাঠে নামে বাংলাদশের যুবারা। বলের নিয়ন্ত্রণে শুরু থেকেই এগিয়ে ছিল কুয়েত। আক্রমণ ফিরিয়ে মাঝেমধ্যে পাল্টা আক্রমণে উঠেছে বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেননি সুফিল-এনামুলরা।

[৪] সপ্তদশ মিনিটে পেনাল্টি পায় কুয়েত। ফ্রি কিক আটকাতে অনেক লাফিয়ে ওঠা টুটুল হোসেন বাদশার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইদ আল রাশিদির দুর্বল স্পট কিক ফিরিয়ে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় আবির্ভুত হন গোলরক্ষক পাপ্পু হোসেন।

[৫] কিন্তু একটু পরই গোল হজম করে বসে বাংলাদেশ। এ গোলে দায় আছে গোলরক্ষকেরও। সতীর্থের লং পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ইউসুফ আল রাশেদিকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান গোলরক্ষক। কুয়েতের ফরোয়ার্ড নিখুঁত চিপে পাপ্পুর মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন।

[৬] প্রথমার্ধের শেষ দিকে দুর্ভাগ্যের শিকার কুয়েত পারেনি ব্যবধান দ্বিগুণ করতে। ৩৭তম মিনিটে রাশেদির শট ক্রসবার কাঁপায়।

[৭] দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। কুয়েত কয়েক দফা আক্রমণ করলেও আর ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ দেয়াল।

[৮] আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়