শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিউইদের বিপক্ষে জয় নিরাপত্তারক্ষীদের উৎসর্গ করেছেন হাফিজ

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে এখন অব্দি সবচাইতে সফলতম দল পাকিস্তান। পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। তবে গতকালের ম্যাচটা পাকিস্তানিদের জন্য বেশিই গুরুত্বপূর্ণ ছিলো। একপ্রকার প্রতিশোধ নেয়া বললেও ভুল হবেনা।

[৩] বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সাথে সিরিজ ছিলো পাকিস্তানের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ মূহুর্তে সিরিজ বাতিল করে কিউইরা। দেশটি ক্রিকেট খেলার জন্য নিরাপদ কি-না, তা নিয়েও ওঠে প্রশ্ন। প্রশ্ন ওঠে দেশটির নিরাপত্তা রক্ষাকারীবাহিনীর দক্ষতা নিয়েও।

[৪] এরপর জল অনেক দূর গড়িয়েছে। নিউজিল্যান্ড যেন পাকিস্তানের শত্রুতে পরিণত হয়েছে। শোয়েব আখতার থেকে শুরু করে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা প্রকাশ্যেই জানিয়ে দেন, মাঠে এর প্রতিশোধ নেওয়া হবে।

[৫] যেমন বলা, তেমন কাজ। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। আর এই জয়ের পর পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ জয়টা উৎসর্গ করেছে সেই নিরাপত্তারক্ষীদের নামে, যাদের ওপর আঙ্গুল তুলেছিল নিউজিল্যান্ড।

[৬] যারা কিনা পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের নামে জয়টি উৎসর্গ করে হাফিজ এক টুইটার বার্তায় লেখেন, এই জয়টি পাকিস্তানের সমস্ত নিরাপত্তাকর্মীদের উৎসর্গ করছি। ছেলেরা ভালো খেলছে ও শিরোপার জন্য পরিশ্রম করছে। পাকিস্তান জিন্দাবাদ। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়