স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে এখন অব্দি সবচাইতে সফলতম দল পাকিস্তান। পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। তবে গতকালের ম্যাচটা পাকিস্তানিদের জন্য বেশিই গুরুত্বপূর্ণ ছিলো। একপ্রকার প্রতিশোধ নেয়া বললেও ভুল হবেনা।
[৩] বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সাথে সিরিজ ছিলো পাকিস্তানের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ মূহুর্তে সিরিজ বাতিল করে কিউইরা। দেশটি ক্রিকেট খেলার জন্য নিরাপদ কি-না, তা নিয়েও ওঠে প্রশ্ন। প্রশ্ন ওঠে দেশটির নিরাপত্তা রক্ষাকারীবাহিনীর দক্ষতা নিয়েও।
[৪] এরপর জল অনেক দূর গড়িয়েছে। নিউজিল্যান্ড যেন পাকিস্তানের শত্রুতে পরিণত হয়েছে। শোয়েব আখতার থেকে শুরু করে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা প্রকাশ্যেই জানিয়ে দেন, মাঠে এর প্রতিশোধ নেওয়া হবে।
[৫] যেমন বলা, তেমন কাজ। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। আর এই জয়ের পর পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ জয়টা উৎসর্গ করেছে সেই নিরাপত্তারক্ষীদের নামে, যাদের ওপর আঙ্গুল তুলেছিল নিউজিল্যান্ড।
[৬] যারা কিনা পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের নামে জয়টি উৎসর্গ করে হাফিজ এক টুইটার বার্তায় লেখেন, এই জয়টি পাকিস্তানের সমস্ত নিরাপত্তাকর্মীদের উৎসর্গ করছি। ছেলেরা ভালো খেলছে ও শিরোপার জন্য পরিশ্রম করছে। পাকিস্তান জিন্দাবাদ। - জিও নিউজ