শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের নারাজি আবেদন খারিজ

রিয়াজুর রহমান: [২] বুধবার (২৭ অক্টোবর) স্ত্রী মাহমুদ খানম মিতু হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নারাজি আবেদন খারিজ করেছেন আদালত।

[৩] চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক মেহনাজ রহমান এ আদেশ দেন। এ মামলার পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

[৪] বাবুল আকতারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান, আমরা আজ (২৭ অক্টোবর) বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলার পক্ষে নারাজি দিয়েছি। আদালতে এই বিষয়ে শুনানি হয়। আদালত আমাদের বক্তব্য শুনেছেন। এবং শুনানি গ্রহণ করে আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী আদেশ দিবেন।

[৫] এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফেনী কারাগারে থাকা বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

[৬] উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়