আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদিআরবে কর্মরত প্রবাসীগণ এখন থেকে সহজেই নিজের চাকুরী পরিবর্তন করে নতুন মালিকের অধীনে চাকুরী করতে পারবেন। এতো দিন পর্যন্ত প্রবাসীরা সৌদি আরবে প্রবেশের পর প্রথম চাকুরীতে কমপক্ষে ১ বছর কর্মরত থাকতে হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আর থাকছে না এই বিধিনিষেধ।
[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে,সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি সৌদি আরবে শ্রম আইনের একটি নিয়মে পরিবর্তন এনেছেন। এতোদিন পর্যন্ত কোন প্রবাসী সৌদি আরবে প্রবেশের পর তার প্রথম চাকুরীতে তাকে কমপক্ষে ১ বছর থাকতে হতো এবং তারপরে তিনি ইচ্ছে করলে চাকুরী পরিবর্তন করে অন্য মালিকের অধীনে কাজ করতে পারতেন।
[৪] তবে, এই নিয়মে পরিবর্তন এনেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, কোন প্রবাসী কর্মী নিজের বর্তমান মালিকের অনুমতি নিয়ে যেকোন সময় চাকুরী পরিবর্তন করতে পারবেন এবং ট্রান্সফার (পরিবর্তন) হয়ে নতুন মালিকের অধীনে কাজ শুরু করতে পারবেন।
[৫] এছাড়া, যদি কোনো প্রবাসী কর্মীর বর্তমান মালিকের সঙ্গে তার ওয়ার্ক কনট্রাক্ট এর মেয়াদ শেষ হয়ে যায়, তবে তিনি নিজের পছন্দ অনুযায়ী নতুন মালিকের অধীনে চাকুরী করার সুযোগ পাবেন। সম্পাদনা: হ্যাপি