শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মনোহরদীতে ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তরুণরা

তারেক হোসেন: [২] নরসিংদীর মনোহরদী উপজেলায় এবার তফসিল ঘোষণার আগে থেকে ইউপি নির্বাচনে প্রার্থী হতে তরুণদের আগ্রহ বেড়েছে। এমনকি সম্ভাব্য তালিকায় এগিয়ে আছের তরুণরাই। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষনায় কথা রয়েছে মনোহরদী উপজেলার ৯ টি ইউনিয়ন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই উপজেলাজুড়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।

[৩] মনোহরদী উপজেলায় ৯ ইউপিতে প্রায় তিন ডজন আগ্রহী তরুণ চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনের প্রচারণা চালাতে দেখা গেছে।

[৪] উপজেলার শুকুন্দী ইউনিয়নে দেখা যায়, সেখানে মনোহরদী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. তৌহিদুল আলম নামের এক তরুণ প্রার্থী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, আমি গত ২০১৬ সালের নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ছিলাম, তৃণমূলের ভোটে ৩ ভোটের ব্যবধানে ২য় স্থানে ছিলাম, এবারের নির্বাচনে শুকুন্দী ইউনিয়ন বাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।

[৫] বিশেষ করে তরুণরা আমার সাথে মিলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে, আমি এলাকাবাসীর অনুরোধে, আমার রাজনৈতিক অভিভাবক, মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য, মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সহযোগীতায় নির্বাচনী এলাকায় একটি সরকারি প্রাইমারী স্কুল স্থাপন করেছি । আশা করি এলাকার সব তরুণ ও প্রবীণের সহায়তায়, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলে এবার আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো। তৌহিদুল আলম নিজের তারুণ্যের মাধ্যমে এলাকার তরুণদের সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়ন ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন।

[৬] উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের তরুণ প্রার্থী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, মোফাজ্জল হোসেন বাদল, দলীয় নৌকা প্রতিক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ইতিপূর্বে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করে চন্দনবাড়ি ইউনিয়নসহ উপজেলা পর্যায়ে জনসাধারণকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে এবার নির্বাচনে কাজ করতে চান। তিনি জানান, আমি নৌকা প্রতীক পেলে বিপুল ভোটের নির্বাচিত হবো, নির্বাচিত হয়ে এলাকাবাসীকে পাশে নিয়ে সকল অসমাপ্ত কাজ গুলো ধারাবাহিক ভাবে করে যাবো।

[৭] এছাড়াও বড়চাপা ইউপি থেকে নরসিংদী জজ কোর্টের (এ.পি.পি) ও ইউপি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান তৌহিদ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হতে চান।

[৮] তরুণদের প্রার্থী হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের একজন সিনিয়র রাজনীতিবীদ বলেন, এরা তারুণ্যকে কাজে লাগিয়ে তার ইউনিয়নকে আরও এগিয়ে নিতে পারবে। এলাকার তরুণ উদ্যোগতা সৃষ্টি ও মেধা যাচাইয়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

[৯] তিনি আরও বলেন, একজন তরুণ প্রতিনিধি পাওয়াটা সেই এলাকার যুব সমাজের জন্য বাড়তি পাওয়া। একজন তরুণ নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়