শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মারো মুঝে মারো’র সেই পাক ভক্ত এবার কাঁদলেন জয়ের আনন্দে (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে পাকিস্তান সবশেষ হেরেছিল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। হারের পর স্টেডিয়ামের বাইরে এক পাকিস্তানি ভক্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সেই ভক্ত ‘মারো মুঝে মারো’ বলে কাঁদতে কাঁদতে আক্ষেপ করেছিলেন। এবার ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর আবারও আলোচনায় সেই পাকিস্তানি ভক্ত মোমিন শাকিব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছে পুরো পাকিস্তান। তবে পাকিস্তান ভক্তদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আবেগ ছুঁয়ে গেছে মোমিনকে। এবারও কেঁদেছেন এই পাকিস্তানি সমর্থক। তবে এবার কেঁদেছেন অবশ্য জয়ের আনন্দে।

ইতিহাস গড়া এমন জয়ের পর গতকাল সারা রাত জেগে ছিলেন পাকিস্তানের আলোচিত এই ভক্ত। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মোমিন। ভিডিওতে তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টা বেজে গেছে। এখনো ঘুম আসছে না। ঘুমিয়ে পড়লে জেতার আমেজটা চলে যাবে না তো? ১০ উইকেটে জিতেছি আমরা, ১০ উইকেটে। কত দিনের ইচ্ছা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতব। এবার জিতেছি। সেটিও আবার ১০ উইকেটে। আমার ঘুমই আসছে না। আমাকে কেউ দুবাই স্টেডিয়ামে নিয়ে যাও, আমি ওখানেই ঘুমিয়ে পড়ব। বাবর আজম তোমাকে ভালোবাসি।’

গতকাল ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৫১ রান করে ভারত। দলের পক্ষে ফিফটি করেন অধিনায়ক বিরাট কোহলি। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন। বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়