শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৫৭ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে জামায়াতের আমীরসহ ৪ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: জয়পুরহাটের কালাই পৌরশহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেটে গোপন বৈঠক থেকে জেলা জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারী, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা জামায়াতের আমীর মিলে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। যুগান্তর, আরটিভি

সোমবার সন্ধ্যায় কালাই পৌরশহরের আব্দুস সামাদ তালুদার মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলা নিয়ে যখন দেশ অস্থির, ঠিক সেই সময়ে গ্রেফতারকৃত জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নতুন করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন বলে জানান ওসি।

পুলিশ জানায়, কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান ও সাবেক আমীর নূরুজ্জামান সরকার মিলে সোমবার সন্ধ্যায় কালাই পৌরশহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেটে জেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুর রহমান সাঈদ এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়াসহ উপজেলা পর্যায়ের বেশ কয়েক নেতা বৈঠক করছিলেন।

গোপন সংবাদ পেয়ে কালাই থানা পুলিশ ওই মার্কেটে গিয়ে বৈঠক থেকে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর, সেক্রেটারী, কালাই উপজেলা জামায়াতের আমীর এবং সাবেক আমীরকে গ্রেফতার করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সোমবার সন্ধ্যায় কালাই পৌরশহরের আব্দুস সামাদ তালুকদার মার্কেট থেকে জেলা জামায়েতের আমীর, সেক্রেটারী, কালাই উপজেলা জামায়েতের আমীর এবং সাবেক আমীরকে নতুন করে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়