সুজিৎ নন্দী: [২] আদি বুড়িগঙ্গা উদ্ধারে রোববারের মতো আজ সোমবার ফের উচ্ছেদ অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কামরাঙ্গীরচরের কালুনগড় মৌজা এলাকা থেকে এ অভিযান পরিচালিত করে।
[৩] এতে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এবং ঢাকা নদীবন্দর কর্মকর্তা গুলজার আলী।
[৪] উচ্ছেদে ৩ তলা বাড়ি ১ টি, ২ তলা বাড়ি ১ টি ১ তলা ৪টি, ১২ টি দোকান, ১টি পানির ট্যাংক, পাকা টয়লেট ১টিসহ ২০টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া টিনের ঘর ১টি, পাকা দেয়াল ৪ টি, ভরাট অপসারণ ৩ টি উচ্ছেদেও পাশাপাশি এক একর জমি উদ্ধার করা হয়।
[৫] ২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালুনদী এবং শীতলক্ষ্যা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালান ঢাকা নদীবন্দর কর্মকর্তারা। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশে এক বছরেরও বেশি সময়ে বিআইডব্লিউটিএ-র এই উচ্ছেদ অভিযানে সাড়ে ৭ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিলো্।