শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হলেন মাসুম ভূঁইয়া

জহিরুল ইসলাম : আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নিজ জেলা লক্ষ্মীপুরে এসে সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

সোমবার বিকেলে ঢাকা থেকে লক্ষ্মীপুর আসার পথে রায়পুর উপজেলা থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দিত ও উচ্ছ্বাসিত পুরো লক্ষ্মীপুরবাসী। তাইতো দলে দলে এসে প্রিয় নেতা মাসুম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এদিন ঢাকা থেকে গাড়ি যোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বোর্ডার বাজার এসে পৌছালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ দলের হাজারো নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাসুম ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিশাল গাড়ি বহর ও কয়েকশ মোটরসাইকেল তাকে নিয়ে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বর (উত্তর তেমুহনী) এলকায় পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গণ সংবর্ধনা সভায় যোগ দেন।

এ সময় তিনি সভাস্থলে পৌছানোর আগেই জমায়েত হয় অগনিত নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। সভাস্থলে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া পৌছালে উচ্ছ্বাস প্রকাশ করেন সমাগত মানুষেরা। পরে ফুল আর ভালোবাসায় তারা বরণ করে নেন প্রিয় নেতাকে।

সংবর্ধনা সভায় মোজাম্মেল হায়দার মাসুম বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের আস্থার প্রতিফলন ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নে। আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি এই পৌরনভার মানুষ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি সর্বাত্মক চেষ্টা করে যাব তার সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে। এ সময় মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া নির্বাচনে জয়ের জন্য পৌরবাসীর সহায়তা ও দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, আবদুল মতলব, মহিউদ্দিন বকুল, আহসানুল করিম রিপন, এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ বাবর প্রমুখ।

প্রসঙ্গত, (২১ অক্টোবর) বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৮ নভেম্বর ইভিএম এর মাধ্যমে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়