শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পাচ্ছে মম অভিনীত বলিউডের ‘ম্যাক্স কি গান’

ইমরুল শাহেদ: টিভি ও চলচ্চিত্র পর্দার পরিচিত মুখ জাকিয়া বারী মম অভিনীত বলিউডের চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অঞ্জন আইচ পরিচালিত ‘আগামী’ ছবিটিও কিছুদিন আগে সেন্সর সনদপত্র পেয়েছে। এবার এটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন আগামী ডিসেম্বরেই এটি সিনেমা হলে মুক্তি পাবে। এ ছবিতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মম। ব্যস্ত এই অভিনেত্রী করোনা মহামারিতে কাজ প্রায় করেননি বললেই চলে।

এখন করোনার দাপট অনেকটা কমে এসেছে বলে তিনি আবারও অভিনয়ে সক্রিয় হয়েছেন। একখণ্ড ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কারণে ছবি মুক্তির সংখ্যাও বাড়ছে। আগামীকাল ছবি প্রসঙ্গে মম বলেন, ছবিটির গল্প ভালোলাগার কারণেই এতে অভিনয় করেছিলাম। কারণ আমি সচরাচর ছবিতে অভিনয় কম করি।

এছাড়া এটির নির্মাণ প্রক্রিয়াও ছিল গোছানো। এ ছবিটির সাফল্য নিয়ে আমি আশাবাদী।’ মম এ পর্যন্ত নয়টি ছবিতে অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে দারুচিনি দ্বীপ, প্রেম করব তোমার সাথে, ছুঁয়ে দিলে মন, আলতাবানু, দহন, স্বপ্নের ঘর, স্ফুলিঙ্গ, আগামীকাল ও আমি শুধু তোমার হবো। তিনি ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় উতরে যান।

২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এই চলচ্চিত্রের তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে পান আরো পুরস্কার। তবে জাকিয়া বারী মম চলচ্চিত্রে অভিনয় করলেও তার পরিচয় নাট্যাভিনেত্রী হিসেবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়