শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পাচ্ছে মম অভিনীত বলিউডের ‘ম্যাক্স কি গান’

ইমরুল শাহেদ: টিভি ও চলচ্চিত্র পর্দার পরিচিত মুখ জাকিয়া বারী মম অভিনীত বলিউডের চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অঞ্জন আইচ পরিচালিত ‘আগামী’ ছবিটিও কিছুদিন আগে সেন্সর সনদপত্র পেয়েছে। এবার এটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন আগামী ডিসেম্বরেই এটি সিনেমা হলে মুক্তি পাবে। এ ছবিতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মম। ব্যস্ত এই অভিনেত্রী করোনা মহামারিতে কাজ প্রায় করেননি বললেই চলে।

এখন করোনার দাপট অনেকটা কমে এসেছে বলে তিনি আবারও অভিনয়ে সক্রিয় হয়েছেন। একখণ্ড ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কারণে ছবি মুক্তির সংখ্যাও বাড়ছে। আগামীকাল ছবি প্রসঙ্গে মম বলেন, ছবিটির গল্প ভালোলাগার কারণেই এতে অভিনয় করেছিলাম। কারণ আমি সচরাচর ছবিতে অভিনয় কম করি।

এছাড়া এটির নির্মাণ প্রক্রিয়াও ছিল গোছানো। এ ছবিটির সাফল্য নিয়ে আমি আশাবাদী।’ মম এ পর্যন্ত নয়টি ছবিতে অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে দারুচিনি দ্বীপ, প্রেম করব তোমার সাথে, ছুঁয়ে দিলে মন, আলতাবানু, দহন, স্বপ্নের ঘর, স্ফুলিঙ্গ, আগামীকাল ও আমি শুধু তোমার হবো। তিনি ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় উতরে যান।

২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এই চলচ্চিত্রের তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে পান আরো পুরস্কার। তবে জাকিয়া বারী মম চলচ্চিত্রে অভিনয় করলেও তার পরিচয় নাট্যাভিনেত্রী হিসেবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়