শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কাশ্মীরি ভাষায় 'মানিকে মাগে হিতে' (ভিডিও)

বিনোদন ডেস্ক: ‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে উপমহাদেশে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। বলিউড তারকা অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় জায়গা করে নিয়েছে গানটির হিন্দি সংস্করণ। এবার কাশ্মীরি ভাষায় প্রকাশ্যে এসেছে ‘মানিকে মাগে হিতে’। গানটি গেয়ে দ্রুতই সাড়া ফেলেছেন গায়িকা রানি হাজারিকা।

ইয়োহানির কণ্ঠের আবেগকে যেন নতুন করে মাতিয়ে দিয়েছেন কাশ্মীরি কন্যা। গায়িকা নতুন সংস্করণটির নাম দিয়েছেন ‘মায়ান ইয়ারা’। আর এতেই শ্রোতারা বেশ মুগ্ধ। গানের ভিডিওতে স্থানীয় পোশাকে হাজির হয়েছেন গায়িকা রানি হাজারিকা।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ইউটিউবে ‘এআর মিউজিক স্টুডিওস’র চ্যানেলে ‘মানিকে মাগে হিতে’ গানটির কাশ্মীরি সংস্করণের আংশিক প্রকাশ করা হয়। গেলো শনিবার (২৩ অক্টোবর) রানি হাজারিকা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে উচ্ছ্বাসের সঙ্গে গানটি নিয়ে করা একটি পোস্ট শেয়ার করেছেন।

তিনি জানিয়েছেন, হাজারও অনুরোধের পর কাশ্মীরি ভাষায় নতুনভাবে গানটি গাইলেন তিনি। মূল সিংহলী গানটির সব বৈশিষ্ট্য বজায় রেখেই গাওয়া হয়েছে গানটি। আগামীতে ‘মায়ান ইয়ারা’ গানটি শ্রোতামহলে আরও সাড়া ফেলবে বলেও আশা ব্যক্ত করেছেন রানি হাজারিকা।

এখানেই শেষ নয়। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গানটির সুরে নতুন গান প্রকাশ করেন শিল্পী অর্পণ চক্রবর্তী। গানের নাম ‘সুকুমারী’। ‘মানিকে মাগে হিতে’র গানের সুরের সঙ্গে তিনি মিশিয়েছেন বাংলা ভাষা। ইতোমধ্যে মুক্তি পেয়েছে গানটি। ‘তোর মনের গহিন গানে কাজল কালো নয়ন জানে আমি কি যে করি...’ এমন লিরিকে গাওয়া গানটি সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে।

প্রসঙ্গত, ‘মানিকে মাগে হিতে’ গানটির সুর শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছে। সিংহলি ভাষার এই গানটি ভাষা না বুঝে, অর্থ না জেনেই সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। আর এ কারণেই সুযোগটি হাতছাড়া করতে চায়নি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনকি শ্রীলঙ্কার ‘র‍্যাপ প্রিন্সেস’ ইয়োহানি ডি সিলভার সঙ্গে ভাইরাল এই গানটিতে ঠোঁট মিলিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে সিংহলী ভাষার এই গানের কথাগুলো উচ্চারণ করতে গিয়ে বেশ বিপাকেই পড়েন ভাইজান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়