শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১১:৫২ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মদিনে এতিম শিশুদের সঙ্গে কেক কাটলেন পরীমণি (ভিডিও)

মারুফ হাসান: [২] ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। আজ রোববার (২৪ অক্টোবর) তার জন্মদিন। দিনটি পরীর জীবনে খুবই স্পেশাল। প্রতিবছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। তার মধ্যে অন্যতম একটি আয়োজন থাকে এতিমখানার শিশুদের সঙ্গে।

[৩] এবারও তার ব্যতিক্রম হয়নি। এতিমখানার শিশুদের সঙ্গে কেক কেটেছেন পরীমণি। কেকের সঙ্গে খাওয়া-দাওয়া ও তাদেরকে উপহারও দিয়েছেন এই অভিনেত্রী।

[৪] বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, এতিমখানার শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটছেন তিনি। সবার মাথায় বাহারি রঙের টুপি। লাল শাড়ির সঙ্গে মিলিয়ে লাল চুড়ি পরেছেন পরী। সবার সঙ্গে তাল মিলিয়ে মাথায় পরেছেন জন্মদিনের সাদা টুপি। লাল-সাদা রঙের পাঁচটি কেক কেটে শিশুদের মুখে তুলে দিচ্ছেন তিনি। কেক কাটার সময় হ্যাপি বার্থডে গানে পরীমণিকে শুভেচ্ছা জানায় শিশুরা।

[৫] সেই মুহূর্তের ভিডিওটি পোস্ট করে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন- ‘যেখানেই জীবন, সেখানেই ভালোবাসা।’

[৬] এবার কেবল আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ জানিয়েছেন পরীমণি। অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড। সেই কার্ডেই রয়েছে একটি বিশেষ বার্তা। পরী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

[৭] লাল ও সাদা রঙের কার্ডটিতে রয়েছে পরীর জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য। রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শুরু হবে আয়োজন। পরী যে থিমে তার জন্মদিনের আয়োজন সাজান, সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড নির্ধারণ করেন। এবারও আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য রাখা হয়েছে পোশাক বিষয়ক শর্ত। পরীর পার্টিতে অংশ নেওয়ার জন্য ছেলেদের পরে যেতে হবে সাদা রঙের পোশাক, নারীদের পরতে হবে লাল রঙের পোশাক। তবেই গেট দিয়ে প্রবেশের সুযোগ মিলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়