শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে করোনা: ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ শনাক্ত

খালিদ আহমেদ: [২] শনিবার রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন। গত ১০ জুলাইয়ে শনাক্ত হয়েছিল ৯৯৭ জন।

[৩] দুর্গাপূজার আগপর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার নিম্নমুখী গতিতেই চলছিল। মানুষের মনে ফিরেছিল স্বস্তি। তবে হঠাৎ সংক্রমণ বাড়তে থাকায় এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

[৪] এখন পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৪৬৬ জন, আর মারা গেছেন ১৯ হাজার ৪৫ জন। তবে এখনো রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ৭ হাজার ৭৩১ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২ দশমিক ২৬।

[৫] রাজ্যের ২৩টি জেলার মধ্যে শনিবার মৃত্যুশূন্য ছিল ১৮টি জেলা, বাকি ৫ জেলায় মারা গেছেন ১২ জন। এর মধ্যে নদীয়ায় ২ জন, হুগলিতে ১, উত্তর ২৪ পরগনায় ৪, দক্ষিণ ২৪ পরগনায় ১ এবং কলকাতায় ৪ জন মারা যান।

[৬] কলকাতা পৌর করপোরেশন এলাকায় সংক্রমণের চিত্র একই। সেখানেও দেখা গেছে পূজার পর কলকাতায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ১৪ অক্টোবর কলকাতায় সংক্রমিতের সংখ্যা ছিল ১০২। এর পরের দুই দিন ছিল যথাক্রমে ১২৭ ও ১০৮ জন। কিন্তু সেই সংখ্যা হঠাৎ বেড়ে যায় ১৭ অক্টোবর। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১৭৯। এর পরের দিনগুলোতে যা ক্রমাগত বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়