শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে বিশেষ ব্যবস্থাপনায় ৩ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছের বি- ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় তিন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তারা হলেন ইসরাত জাহান অনীমা, মোঃ সেলিম ভূইয়া এবং তাবাচ্ছুম তাবিয়া।

[৩] রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অন্যান্যদের মতো তাদেরও পরীক্ষা নেওয়া হয়।

[৪] জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার আবেদন করলেও অংশগ্রহণ করে ৩জন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বিশেষ ব্যবস্থাপনায় ভালোভাবে পরীক্ষা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

[৫] বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ইসরাত জাহান অনীমা বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন করি৷ ফলশ্রুতিতে কর্তৃপক্ষ আমাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেয়। এতে আমাকে কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়নি। আমি খুব উপকৃত হয়েছি এবং পরীক্ষাও ভালোভাবে দিতে পেরেছি।

[৬] মোঃ সেলিম ভূইয়া বলেন, শ্রুতি লেখকের সহায়তা চাইলে জবি কর্তৃপক্ষ তা ব্যবস্থা করে দেন। দৃষ্টি প্রতিবন্ধকতা থাকলেও আমি শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা ভালো দিয়েছি । এভাবে সহায়তা পেলে আমরাও ভবিষ্যতে ভালো করতে পারব।

[৭] আরেক শিক্ষার্থী তাবাচ্ছুম তাবিয়া বলেন, আমার গর্ভাবস্থার একদম শেষ সময়ে পরীক্ষার সময়সূচি পড়েছে। এমতাবস্থায় আমাকে মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার সময় কয়েকজন আমার খোঁজ খবর নিয়ে গেছে।

[৮] এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বলেন, প্রতিবন্ধকতায় ভুক্তভোগী শিক্ষার্থীদের আমরা উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করি। এ সকল শিক্ষার্থীদের মত অন্যরাও যাতে অনুপ্রাণিত হয় সেজন্য আমরা বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা নিয়েছি। ভবিষ্যতে বিশেষ শিক্ষার্থীদের জন্য আমরা আরও সহায়তার হাত বাড়িয়ে দিব। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়