রাহুল রাজ : [২]নাসুমের বল যখন সিমানা বাইরে পাঠিয়ে দিয়ে জয় নিজেদের করে নেয় শ্রীলঙ্কা তখনো খেলার বাকি ৭ বল। ম্যাচ সেরা চরিত আসালঙ্কার অপরাজিত ৮০ ও আসালঙ্কাভানুকা রাজাপক্ষের ৫৭ রানে ভর করে বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্য সহজেই টপকে যায় শ্রীলঙ্কা। এই জয়ে বাংলাদেশের ফিল্ডারদের অবদান গুরুত্বপূর্ণ। লিটন দাস নিশ্চিত দুটো ক্যাচ ফেলে ম্যাচ আগেই ফেলে দিয়েছিল। বাংলাদেশের পক্ষে সাকিব ও নাসুম ২ টি করে উইকেট তুলতে সক্ষম হয়।
[৩] টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাঈম ৫২ বলে ৬২ ও ৩৭ বলে ৫৭ রানের ভর করে লক্ষ্য সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে। লিটন ১৬ সাকিব ১০ আফিফ ৭ রানে ফিরে গেলেও হারানো ফর্ম খুঁজে পেয়েছেন রহিম।
[৪]চামাকা, ফারনান্দ ও কুমারা ১ টি করে উইকেট তুলে নিয়েছেন।