শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ

মাসুদ আলম : [২] র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, শনিবার সকালে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার নিজ বাসা ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং হোমল্যান্ড সিকিউরিটি গার্ডের এমডি শীর্ষ প্রতারক শাহীরুল ইসলাম সিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ১ টি শর্টগান, ১ টি এয়ারগান, ১ টি এয়ার রাইফেল, ২৩৭ রাউন্ড গুলি, ৫ টি ম্যাগাজিন, ৫ টি খালি খোসা, ২২ টি কার্তুজ, ৪ টি চাকু, ৩টি ডামি পিস্তল, বিভিন্ন ব্যাংকের চেক বই ও বিভিন্ন নামীদামী ব্যক্তিবর্গের সঙ্গে তোলা ছবিসহ অন্যান জিনিস উদ্ধার করা হয়।

[৩] তিনি আরও বলেন, উচ্চ মাধ্যমিক পাশ শাহীরুল কর্মজীবন শুরু করে গাড়ি ব্যবসা দিয়ে। ১৯৯৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সৌখিন পরিবহনে কাজ করে বলে জানা যায়। এরপর শুরু করে সিকিউরিটি গার্ড সরবরাহ। এরপর ধীরে ধীরে হোমল্যান্ড সিকিউরিটি। ২০১৪ সালের রামপুরা এলাকায় “হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গার্ড সার্ভিস লিমিটেড” নামক একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণামূলক কাজ দিয়ে নতুনভাবে কর্মজীবন শুরু করে। অতি অল্প সময়ে অধিক টাকার মালিক হওয়ার লোভে তিনি কোম্পানীর নামে প্রতারণামূলক ভাবে অগণিত মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করে আসছিল।

[৪] অধিনায়ক বলেন, ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে সে নামিদামি ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে সেগুলো প্রদর্শন করে এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রেফারেন্স হিসেবে ব্যবহার করে। সিকিউরিটি গার্ড নিয়োগ চাকুরী প্রার্থীর কাছ থেকে ১৫-২৫ হাজার টাকা জামানত হিসেবে গ্রহন করতো। এবং সরকারী প্রতিষ্ঠানের চাকুরীর ক্ষেতে ৫-১০ লক্ষ টাকা গ্রহন করত। সে নিজেকে শুটিং ক্লাবের সদস্য বলে পরিচয় দিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়