রাকিবুল আবির: [২] করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। নতুন এই ভ্যারিয়েন্টের খুব দ্রুতই সংক্রমণ হবার ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে বর্তমানের ভ্যাকসিনগুলো এই ভ্যারিয়েন্টেও কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিবিসি
[৩] নতুন এই ভ্যারিয়েন্ট কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। তবে ডেল্টা প্লাসে সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা এখন পর্যন্ত তার কোনো প্রমাণ মেলেনি।
[৪] যদিও বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা প্লাসের বিরুদ্ধে টিকা কার্যকর না হওয়ার কোনো ঝুঁকি নেই। তবে প্রাথমিক কিছু তথ্য–প্রমাণের ভিত্তিতে সরকারি কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যে ডেল্টা ধরনের তুলনায় ডেল্টা প্লাসের সংক্রমণ বেশি বাড়তে পারে।
[৫] যুক্তরাজ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টেই বেশির ভাগ মানুষ আক্রান্ত হয়েছেন। তবে ডেল্টা প্লাস অথবা এওয়াই.৪.২ ভ্যারিয়েন্টেরও সংক্রমণ বাড়ছে। সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে, ডেল্টা প্লাস সংক্রমণের হার প্রায় ৬ শতাংশ।