শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫-১১ বছরের শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর

খালিদ আহমেদ: [২] শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি করেছে মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার।

[৩] শুক্রবার (২২ অক্টোবর) মার্কিন কোম্পানিটির বরাতে এ তথ্য জানিয়েছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

[৪] যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ) কাছে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জমা করা নথিতে ফাইজার জানিয়েছে, এই ট্রায়ালে অংশ নিয়েছে ২ হাজার ২৬৮ জন শিশু। শিশুদের মধ্যে যাদের প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের মধ্যে মাত্র ১৬ জন করোনা আক্রান্ত হয়। অন্যদিকে, টিকা গ্রহণকারীদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

[৫] কোম্পানিটি আরও জানায়, ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে প্লাসিবো গ্রহণকারীর দ্বিগুণ সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি শিশুর ক্ষেত্রে এ টিকা কার্যকারিতা দেখিয়েছে।

[৬] ফাইজার কোম্পানির দাবী, প্রাথমিকভাবে ভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা দেখার জন্য এ ট্রায়াল করা হয়নি। বরং, টিকা দেওয়ার পর বয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরির অবস্থা জানতে এ ট্রায়াল চালানো হয়।

[৭] এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নভেম্বর মাসে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়, টিকা প্রয়োগের পর শিশুদের দেহে শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

[৮] ট্রায়ালে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনের ১০ মাইক্রোগ্রাম ডোজের ২টি শট দেওয়া হয়।

[৯] এর আগে যুক্তরাষ্ট্রে ন্যূনতম ১২ বছর বয়সীদের অনুমোদন পায় ফাইজার-বায়োএনটেকের টিকা। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

[১০]বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকা নেওয়া মানুষের সংখ্যা ১৯ কোটি। যার মধ্যে ১২-১৭ বয়সী ১১ লাখ টিন-এজার ফাইজারের টিকা নিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়