শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ উদ্যোক্তারা স্বনির্ভর দেশ গঠনে ভূমিকা রাখছে: মেয়র টিটু

আল আমীন : শুক্রবার সকালে নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ ই-কমার্স কার্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয় |

ময়মনসিংহ ই-কমার্স কার্ট এর আয়োজনে স্বনির্ভরতার জাগরণ ম্যাক আড্ডা উল্লাসের উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ এম মোস্তাফিজুর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

ময়মনসিংহ ই-কমার্স কার্টের ফাউন্ডার সাদিয়া আফরিন লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রমাণিক, ময়মনসিংহ অঞ্চলের নিউজ চ্যানেল জর্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও সময় টিভির ময়মনসিংহ প্রতিনিধি মো. হারুন অর রশিদ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয় প্রধান অতিথির বক্তব্যে বলেন, উদ্যোক্তাদের মাধ্যমে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। আজ ই-কমার্সের মাধ্যমে দেশের যুবক নারী ও পুরুষ ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে।

এ সময় মেয়র মহোদয় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, একটি পরিকল্পনা একটি কাজের অর্ধেক হিসেবে গণ্য করা হয়। তাই সঠিক পরিকল্পনা নিয়ে ব্যবসায় আসতে হবে। সঠিক কর্মপদ্ধতি, কমিটমেন্ট, ব্যবস্থাপনা ব্যবসায় সফলতা আনতে পারে। কাউকে অন্ধ অনুসরণ করে নয় বরং নিজস্ব অবস্থান থেকে নিজস্ব পরিকল্পনা নিয়ে ব্যবসায় আসতে হবে।

বিভিন্ন ক্ষেত্রে সরকার গৃহিত নানা পদক্ষেপকে মেয়র মহোদয় তার বক্তব্যে তুলে ধরেন এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাশে সরকার আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ই-কমার্স খাতও ঈর্ষণীয় সাফল্য অর্জন করবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ ই-কমার্স কার্ট এর সদস্যবৃন্দ সহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়