শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসবে ১২২টি ছবির মধ্যে দেশের দর্শক দেখতে পাবেন ৩২টি

ইমরুল শাহেদ: গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজিত বিজ্ঞান চলচ্চিত্র উৎসবটি বাংলাদেশে প্রদর্শনী শুরু করেছে ২২ অক্টোবর শুক্রবার থেকে। দর্শকের জন্য ভার্চুয়াল উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হবে বলে পূর্বাহ্নে জানানো হয়েছে। বিশ্বের ২২টি দেশ থেকে ১২২টি চলচ্চিত্র নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হলেও দেশীয় দর্শক দেখতে পাবেন ৩২টি ছবি। গত ১ অক্টোবর শুরু হওয়া এই উৎসব চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রদর্শনীকে সামনে রেখে জানানো হয়, রেজিস্ট্রেশনের মাধ্যমে উৎসবের ওয়েবসাইটে দেখা যাবে সবগুলো সিনেমা। এ জন্য আগ্রহী দর্শকদের এই লিংকে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ।

২০ অক্টোবর (বুধবার) এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে গ্যেটে ইনস্টিটিউট জানায়, করোনা মহামারীকে মাথায় রেখে এবারের উৎসব শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করবে। দেশের দর্শকদের জন্য বোধগম্য করার লক্ষ্যে তিনটি চলচ্চিত্র বাংলায় ডাব করা হয়েছে এবং আরও তিনটি চলচ্চিত্রে সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে। বিজ্ঞান চলচ্চিত্র উৎসবকে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বিজ্ঞান যোগাযোগের একটি উৎসব হিসেবে উল্লেখ করে বলা হয়, আন্তর্জাতিক চলচ্চিত্র এবং শিক্ষা কার্যক্রমের মাধ্যমে, সমসাময়িক বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং পরিবেশগত সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।বাংলাদেশের দর্শকদের জন্য ৩২টি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের জন্য কর্মশালা, কুইজ এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা। অনলাইন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি কিছু চলচ্চিত্র স্থানীয় টেলিভিশনে প্রদর্শিত হবে।

এবারের বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের স্থানীয় পার্টনার হিসেবে থাকছে- এটুআই, ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগাং মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল. জাগো ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, নেটজ বাংলাদেশ, ব্র্যাক একাডেমি, ইউনেস্কো বাংলাদেশ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়