শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামাপূজা বর্জন, শনিবার সারাদেশে অনশন কর্মসূচি ঘোষণা

খালিদ আহমেদ: [২] শুক্রবার (২২ অক্টোবর) দেশজুড়ে এই অনশনের ডাক দেন হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।

[৩] একইসাথে হামলার প্রতিবাদে শ্যামাপূজায় দীপাবলী উৎসব বর্জন করেছে পূজা উদযাপন কমিটি। শ্যামাপূজায় সন্ধ্যা ছয়টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব-স্ব মন্দিরে নীরবতা পালন করবে এবং একাধিক দিনের কর্মসূচি পরিহার করবে।

[৪] এছাড়া মন্ডপের ধারে কালো কাপড়ে 'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াও' শ্লোগান টানানোর কর্মসূচি পালনের কথাও জানানো হয়।

[৫] শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর ঘোষণা দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথাযথ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চক্রান্ত প্রতিরোধে ঢাকায় এ কর্মসূচি পালিত হবে শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বরে।

[৬] দুর্গাপূজায় কুমিল্লার পূজামণ্ডপে কুরআন শরীফ রেখে সারাদেশে সহিংসতা সৃষ্টি করাকে একজন ভবঘুরের কাজ বলতে অস্বীকৃতি জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রতি দাবী জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়