শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: মুসলমান হিসেবে লজ্জা পাওয়া ভুল রাজনীতি

মাহবুব মোর্শেদ: মুসলমান হিসেবে লজ্জা পাওয়া ভুল রাজনীতি। প্রথম কথা হলো, যারা মুসলমান তারা মুসলমান পরিচয়ে লজ্জা পায় না। বরং গর্ব বোধ করে। যারা মুসলমান পরিচয়ে লজ্জা পাচ্ছেন তারা আসলে সেক্যুলার। তারা মুসলমান হিসেবে লজ্জা পাওয়ার মধ্য দিয়ে মুসলমানদের লজ্জা দিতে চান। তারা একধরনের হীনম্মন্যতার রাজনীতি করেন। এটা এক অর্থে ঘৃণারও রাজনীতি। কয়েকজন মুসলমান কোথাও অস্ত্র নিয়ে হামলা করলে সেটা পুরো বিশ্বের মুসলমানদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। আবার কোথাও কয়েকজন বৌদ্ধ অস্ত্র নিয়ে হামলা করলে সেটা পুরো বিশ্বের বৌদ্ধদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় না। কেননা, মুসলমানদের বিরুদ্ধে রাজনীতিটা এভাবেই দাঁড় করানো হয়েছে। আমরা সবাই এই রাজনীতির শিকার।

এটা ঘৃণার রাজনীতি। কোনো সম্প্রদায়ের কিছু মানুষের অপকর্মের দায় পুরো সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়ার এই রাজনীতিটা মূলত ওই সম্প্রদায়কে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাদের মধ্যে আক্রান্তের বোধ জাগায়। যা অনেক সময় তাদের রক্ষণশীল ও আক্রমণাত্মক করে তোলে। যারা বলছেন, মুসলমান হিসেবে তারা লজ্জিত তারা নিশ্চয়ই সেটা করতে চান না। তারা চান, হিন্দুদের রক্ষায় মুসলমানরা এগিয়ে আসুক। দুর্বৃত্তদের প্রতিহত করুক। আপনি যাকে এ দায়িত্ব দিতে চান তাকে অসভ্য, বর্বর, মধ্যযুগীয় বললে সে আপনার কথা শুনবে না। বরং আরও দূরে চলে যাবে। আর যদি বলেন, মুসলমান পরিচয়ে আপনি লজ্জিত তবে আপনাকেও দূরে ঠেলে দেবে। সম্প্রীতি মানে দুই পক্ষকে কাছে টানা। ভুল বোঝাবুঝির অবসান। কাউকে ছোট না করে সব পক্ষের সহাবস্থান। ক্ষতগুলোর সঠিক পরিচর্যা। Mahbub Morshed ’র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়