শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছা ১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় ইউপি নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। আজ উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছায়ের সময় বিভিন্ন কারনে এসব মনোননয়নপত্র বাতিল করা হয়।

[৩] ঘোাষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। এদিন শেষ সময় বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১’শ ১৭ জন এবং সাধারন সদস্য পদে ৪’শ ১ জন মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহন হবে আগামী ১১ নভেম্বর।

[৪] উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সেলিম রজা ৬ জনের মনোনয়ন বাতিলে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] জানাগেছে উপজেলার ১১ নং সুকপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য চাঁদনী আক্তারের মনোনয়ন বাতিল হয়েছে। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা পেয়ে নির্বাচন করে দলের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। এবছরও নৌকা পাওয়ার আশাবাদী ছিলেন, সেকারনে তিনি নৌকা প্রতিকেই মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান হবিবর রহমান। চাঁদনী আক্তার মনোনয়নপত্রের সাথে দলীয় মনোনয়নপত্র না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

[৬] ফুলসারা ইউনিয়নে সংরক্ষিত ২ আসনের সাথী সুলতানা, এবং সুকপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সাদস্য আবুকালাম ও জগদিশপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোস্তফা কামালের বয়স না হওয়ার কারনে মনোনয়নপত্র বাতিল হয়েছে।

[৭] এছাড়া স্বরুপদদাহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবু কালাম ও ধুলিয়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে শফিকুল ইসলাম আফিল করতে পারবেন বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা।

[৮] বাতিল হওয়া প্রার্থীরা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ থেকে ২৩ অক্টোবরের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

[৯] উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ফুলসারা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রতিদ্বন্দ্বি না থাকায় মেহেদী মাসুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। এখানে সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ভোট গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়