ফাহমিদুল কবীর:[২] কানাডার টরেন্টো শহরে গাড়ির ধাক্কায় নাদিয়া মজুমদার নামের বাংলাদেশি এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার, ১২টার দিকে শহরের স্কারবোরো এলাকার বার্চমাউন্ট রোড ও ডেনফোর্ট এভিনিউর ইন্টারসেকশনে এ ঘটনা ঘটে। ডেইলি সান
[৩] নিহত নাদিয়া মজুমদার বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের ছাত্রী। তিনি হ্যামিল্টন শহরের আজিজুল মজুমদার সুমন ও হাজেরা বেগম সিপার বড় মেয়ে।
[৪] নাদিয়া স্কুল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য রাস্তায় বের হলে ৪০ বছর বয়সী এক নারীর চলন্ত গাড়ি তাকে ধাক্কা দেয়। তাকে টরন্টোর সেন্ট-মাইকেল হসপিটালে নেওয়া হলে কিছুক্ষণ পর মারা যান।
[৫] তার জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর ২টায় টরন্টোর মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার এ অনুষ্ঠিত হয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম