শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিকের উপর ভরসা রাখতে হবে :তামিম

স্পোর্টস ডেস্ক :[২] কষ্টার্জিত জয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রেখেছে টিম বাংলাদেশ। মুশফিকুর রহিমকে বলা হয়ে থাকে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে অনেক ম্যাচেই জয় এনে দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিংটা যুঁতসুই হচ্ছে না মিস্টার ডিপেন্ডেবলের। তবুও ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ হাফ সেঞ্চুরি পাওয়া মুশফিককে রাখা হয়েছে বিশ্বকাপ দলে।

[৩]ক্যারিয়ারের বেশিরভাগ সময় চারে খেললেও ওমানের বিপক্ষে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। যেখানে আটে ব্যাট করেছেন মুশফিক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো আটে ব্যাট করতে দেখা গেছে তাঁকে। মুশফিককে আটে ব্যাট করতে দেখে হতাশ হয়েছেন তামিম ইকবাল।

[৪] এ প্রসঙ্গে এক লাইভে তামিম বলেন, আমি এখনও বলছি মুশফিকুর রহিম মুশফিকুর রহিমই। সে আপনার দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেকোনো পরিস্থিতিই হোক না কেন আপনার ৪/৫ পাঁচের ব্যাটারের ওপর আস্থা রাখতে হবে।

[৫] বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, আমার চোখে মুশফিক এমন একজন ব্যাটার যে থিতু হতে ৬-৭ বল খেলবে। ওই ৭-৮ বল সে সিঙ্গেল খেলে। কিন্তু সে যখন থিতু হয় বাংলাদেশে আমি আর কোনো ব্যাটার দেখি না যে তার চেয়ে ভালো স্লগ করতে পারে। এটা আমি মনে করি। তাকে ৮ নম্বরে দেখাটা হতাশাজনক। সম্পাদনা : রাহুল রাজ, জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়