সাকিবুল আলম: [২] নেপাল পুলিশ বুধবার (২০ অক্টোবর) জানিয়েছে, তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের এ হতাহতের ঘটনা ঘটেছে। দ্য ফিনানশিয়াল এক্সপ্রেস
[৩] পুলিশের মুখপাত্র বসন্ত কুনওয়ার বলেছেন, আহত ২৪ জনের বেশি নাগরিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রয়টার্স
[৪] রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে কমপক্ষে ৬০ জন মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
[৫] টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, রাস্তা-ঘাট, সেতু, বসতবাড়ি, ধানক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে।
[৬] নেপালে প্রায় প্রতিবছরই বর্ষার মৌসুমে বিশেষ করে মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।