শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে গাড়িচাপায় নিহত ২

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ২ চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

[৩] বুধবার (২০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

[৪] পরে নিহত দু’জনের একজন হলেন- দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. হায়দার আলী (৩১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

[৫] চাতাল শ্রমিক ও হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (২০ অক্টোবর) ভোরে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজ করার জন্য বাসে করে দিনাজপুর থেকে আসে। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে রাইস মিলে যাওয়ার পথে সোনারামপুর এলাকায় কোনো দ্রুতগামী যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান। তবে শ্রমিকদের কোন ধরনের যানবাহন চাপা দিয়েছে তা তারা বলতে পারেনি। স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত ৩ শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে এ সংবাদ পেয়ে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

[৬] সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রাফিউল করিম জানান, নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়