শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জে অগ্নিকাণ্ড: ভাই-বোনের মৃত্যু, মা হাসপাতালে চিকিৎসাধীন

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বহুতল বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভাইয়ের পর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়েশা (৪)। এর আগে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আয়েশার ভাই আয়াত (১)। এই ঘটনায় তাদের মা খাদিজা আক্তার মিম (২৮) হাসপাতালে চিকিৎসাধীন। জাগো নিউজ২৪

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া মৃধাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্বামী বাপ্পি বাইরে থাকলেও দুই সন্তানসহ ঘরে ছিলেন খাদিজা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লাটে। এসময় খাদিজার চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে বাড়িতে থাকা স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের ঘর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জাগো নিউজকে জানান, বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুই শিশুকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পথিমধ্যে এক বছরের শিশু আয়াত মারা যায়। মা খাদিজাসহ অপর শিশুর অবস্থা আরও গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এই ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়