শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১০:৫৬ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহজ শর্তে ঋণ প্রদানের জন্য আইএফসি’কে অনুরোধ অর্থমন্ত্রীর

সোহেল রহমান: [২] বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ প্রদান এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য আইএফসি’র প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি)-এর মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানেরও অনুরোধ জানান তিনি।

[৩] বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)- এর বার্ষিক সভা-২০২১-এর সাইড লাইনে সোমবার বাংলাদেশ প্রতিনিধি দল ও আইএফসি’র প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ অনুরোধ জানান। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী এবং আইএফসি’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাখকার ডিয়োপ।

[৪] সভায় বাংলাদেশের পুজিবাজারে ‘টাকা বন্ড’ ইস্যু, সামগ্রিক আর্থিক খাতের সংস্কার, আইএফসি’র কান্ট্রি স্ট্র্যাটেজি এবং ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি) এর মাধ্যমে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয় বলে অর্থ মন্ত্রণালয় জানায়।

[৫] আলোচনায় বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে অনশোর ‘টাকা বন্ড’ ও ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি)সহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ প্রদানের অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০৩১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসবে বাংলাদেশকে গড়ে তুলতে বিপুল বিনিয়োগ প্রয়োজন।

[৬] অর্থমন্ত্রী তার বক্তব্যে ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে ‘বাংলা বন্ড’ ইস্যু করার জন্য আইএফসি-কে ধন্যবাদ জানিয়ে বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ মহামারীর সময় বেসরকারি খাতে বিশেষত ব্যাংক, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগে সহযোগিতা অব্যাহত রেখেছে আইএফসি। এ সময় করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

[৭] অর্থমন্ত্রীর বক্তব্যেও প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যত পার্টনারশীপ আরো সংহত করার আশাবাদ ব্যক্ত করেছে আইএফসি। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়