শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান: কেন অসাম্প্রদায়িক শিক্ষা মানুষ পাচ্ছে না?

স্বকৃত নোমান: সাধারণ কাণ্ডজ্ঞান দিয়েই বোঝা যায়, হনুমানের মূর্তির কোলে কোনো হিন্দু ধর্মাবলম্বী কোরআন রাখবে না। কোনো ধর্মপ্রাণ মুসলমানের পক্ষেও রাখা সম্ভব নয়। কুমিল্লার ঘটনা স্পষ্টতই গভীর ষড়যন্ত্রের অংশ। দেশি-বিদেশি কোনো সাম্প্রদায়িক চক্র এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেখেছি কোরআন কেটে তার ভেতরে ইয়াবা রেখে পাচার করতে। আমরা দেখেছি মসজিদ থেকে ইয়াবা উদ্ধার হতে। আমরা দেখেছি বায়তুল মোকাররম মার্কেটে বিস্তর কোরআন পুড়িয়ে দিতে। আমরা দেখেছি মাদ্রাসার পরীক্ষায় ছাত্ররা নকল করে কোরআন-হাদিসের পাতা পেশাবখানা-পায়খানায় ফেলতে। তখন কি কোরআন অবমাননা হয় না?

আমার জন্ম গ্রামের এক চাচা বলতেন, ইসলামের বায়ান্নটি শিক্ষা। সর্বশেষ শিক্ষা হচ্ছে, একজন হিন্দু পূজার্থী মন্দিরে যাওয়ার পথে যদি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, একজন মুসলমানের উচিত সেই প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া। এই শিক্ষা তার লোকায়ত শিক্ষা। শাস্ত্র পড়ে তিনি এই জ্ঞান অর্জন করেননি। পূর্বপুরুষবাহিত লোকজ্ঞানের মাধ্যমে তিনি এই শিক্ষা অর্জন করেছেন। এখন সেই শিক্ষা কোথায়? কেন দিনদিন মানুষ সাম্প্রদায়িক, অসহিষ্ণু হয়ে ওঠছে? কেন অসাম্প্রদায়িক শিক্ষা মানুষ পাচ্ছে না? সমস্যাটা আসলে কোথায়? কেন সমস্যাটা চিহ্নিত করা হচ্ছে না?

দেশের কোনো এলাকায় এখন ক্ষমতাসীন দলের নেতাদের কথার বাইরে কোনো কিছু হয় না। সম্প্রতি ক’দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটলো, প্রশাসনের কথা বাদ দিলাম, ছাত্রলীগ কোথায় ছিলো? যুবলীগ কোথায় ছিলো? তারা তো বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে। বঙ্গবন্ধু তো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য আজীবন লড়াই করেছেন। হিন্দু-মুসলমান সবাইকে সমান চোখে দেখার কথা বলেছেন। ৭ মার্চের ভাষণে স্পষ্টতই হিন্দুদের অধিকারের কথা উল্লেখ করেছেন। তাঁর ‘আদর্শের সৈনিকরা’ কেন আজ বিভ্রান্ত? কেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছে না তারা? নাকি তারা সাম্প্রদায়িক অপশক্তির কাছে নত হয়ে পড়েছে? নাকি তারা নিজেদের মাথাগুলো বিক্রি করে দিয়েছে? লেখা : কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়