শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় চেয়ারম্যান প‌দে ৪৯, সাধারণ মেম্বর প‌দে ৪০১ ও ম‌হিলা মেম্বর প‌দে ১১৭ জ‌নের ম‌নোনয়নপত্র দা‌খিল

র‌হিদুল খান ও বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রর্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। রোববার জমা ও দাখিলের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে ১১ টি ইউনিয়নে ৪৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১’শ ১৭জন এবং সাধারন সদস্য পদে ৪’শ এক জন মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন।

[৩] উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে বিভিন্ন ইউনিয়নে যারা মনোনয়ন জমা দি‌য়ে‌ছেন তারা হ‌লেন- ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী (নৌকা), এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১১ জন প্রার্থী।

[৪] পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৩ জন। এদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগের দলীয় প্রার্থী অবাইদুল ইসলাম সবুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতলেব (স্বতন্ত্র) ও শাহীন রহমান। এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১৩ জন প্রার্থী।

[৫] সিংহঝুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের দলীয় প্রার্থী রেজাউর রহমান রেন্দু, বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইব্রাহীম খলিল বাদল, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মল্লিক, আবু সাঈদ। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৪২ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

[৬] ধুলিয়ানী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এসএম আব্দুস সবুর। অন্যান্যদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন, এসএম মোমিনুর রহমান, সামাউল ইসলাম। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১১ জন প্রার্থী।

[৭] উপজেলার সদর চৌগাছা ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কাশেম। এই ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন ৪ জন। অন্যান্যদের মধ্যে রয়েছেন বিএনপির দুইজন স্বতন্ত্র প্রার্থী আজিম উদ্দীন ও আব্দুল মান্নান এবং হাতপাখার সেলিম রেজা। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩১ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

[৮] জগদিশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এখানে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান খান, তবিবর রহমানের ভাতিজা আজাদ রহমান খান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মাস্টার সিরাজুল ইসলাম, শামীম হোসেন, রবিউল ইসলাম । এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ৯ জন প্রার্থী।

[৯] পাতিবিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এখানে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া। ইউপি সদস্য রোস্তমপুর গ্রামের আবু জাফর, আব্দুর রহমান, রাজু আহমেদ, জাকির হোসেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৪১ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১২ জন প্রার্থী।

[১০] হাকিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৩ জন। এই ইউনিয়নে নৌকার প্রার্থী মামুন কবির, আওয়ামী লীগ নেতা বদরুল আলম খান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদুল হাসান। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

[১১] স্বরুপদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এখানে নৌকার প্রার্থী গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত প্রার্থী সানোয়ার হোসেন বকুল। অন্যান্যরা হলেন- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ আনোয়ার হোসেন, নুরুল কদর, জয়নাল আবেদীন, মুনতাজ আলী, রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

[১২] নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এখানে নৌকার প্রার্থী শাহিনুর রহমান। অন্যান্যরা হলেন, আবু হেনা মোস্তফা কামাল, মহিদুল ইসলাম, আব্দুল গণি, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

[১৩] সুখপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এখানে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। অন্যান্যরা হলেন- উপজেলা আওয়ামী লীগের নেত্রী চাদনী আক্তার, ও আওয়ামী লীগ নেতা মাষ্টার নুরুল ইসলাম, হাতপাখার আমির হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন ৩২ জন এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য দাখিল করেছেন ১০ জন প্রার্থী।

[১৪] ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়