শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে বাড়ছে ইজিবাইক ছিনতাই, খুন, আতঙ্কে চালক ও মালিকরা

ইমদাদুল হক : সাভারে সক্রিয় ইজিবাইক ছিনতাই চক্রের সদস্যরা। মহাসড়ক ছাড়াও বিভিন্ন শাখা সড়ক থেকে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে ইজিবাইক। কখনো কখনো চালক হত্যার ঘটনাও ঘটছে। যা নিয়ে আতঙ্ক-দুশ্চিন্তায় চালক ও মালিকরা। যদিও পুলিশ বলছে চক্রটি ধরতে এরমধ্যে কাজ শুরু করেছে তারা।

সম্প্রতি ইজিবাইক নিয়ে সাভার থেকে সিঙ্গাইর যাওয়ার পথে নিখোঁজ হন মাসুদ নামের এক চালক। চার দিন পর সিঙ্গাইরের একটি ব্রিজের নিচ থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পাওয়া যায়নি তার সঙ্গে থাকা ইজিবাইকটি।

সেখানকার ইজিবাইক চালক শামসুদ্দিন জানান, কিছু দিন পরপরই শোনা যায় ছিনতাই চক্রের সদস্যরা অস্ত্র ঠেকিয়ে চালকের টাকা-পয়সা সব ছিনিয়ে নিয়ে গেছে। কখনো মারধরের শিকারও হন চালকরা। যা নিয়ে চালকদের মাঝে আতঙ্কিত বিরাজ করছে।

তিনি বলেন, রেজিস্ট্রেশন না থাকায় অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে এসব ইজিবাইক। যানগুলো দেখতে একই রকম হওয়ায় অপরাধীরা সেটি হাতিয়ে নিয়ে কৌশলে বিক্রি করে দিচ্ছে অন্যত্র।

সম্প্রতি এ চক্রের বেশ কয়েকজনকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে আটক করে র্যাব। এসময় তাদের হেফাজত থেকে ১০টির বেশি ইজিবাইক উদ্ধার করা হয়।

একটি বেসরকারি হিসাব বলছে, সাভারের সড়কগুলোতে ৫০ হাজারেরও বেশি ইজিবাইক চলছে। মহাসড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জানান, এ চক্রকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ। ইজিবাইক চালকদের সচেতন ও সন্দেহজনক কাউকে দেখলে পুলিশে খবর দিতে বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়