শিরোনাম

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ শুরু টি২০ বিশ্বকাপ, টাইগারদের প্রতিপক্ষ দল স্কটল্যান্ড

মারুফ হাসান: [২] আজ রোববার আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর পর্দা উঠছে। উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। সপ্তম টি২০ বিশ্বকাপের আয়োজক ভারত হলেও কভিড-১৯ পরিস্থিতির কারণে আসরটি বসছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমানের আল আমরাতে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য খানিকটা চ্যালেঞ্জের, যারা দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে।

[৩] আজ উদ্বোধনী দিন প্রথম ম্যাচে স্বাগতিক ওমান খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে, ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। প্রথম ম্যাচে মাঠে নামার আগে আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ।

[৪] এদিকে আইপিএল ফাইনাল খেলে গতকাল বিকালে ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, সাকিব আজ (গতকাল) সকালে এসেছে। আইপিএলে যে কমিটমেন্ট ছিল তা পূরণ করে এসেছে। মাঠে অনুশীলনেও তাকে পাচ্ছি। সে ঠিক আছে। হয়তো কিছুটা ক্লান্ত আছে, ম্যাচ খেলেই ভ্রমণ করে চলে এসেছে। তবে সে ঠিক আছে, ভালো আছে।

[৫] দলের বর্তমান ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, অন্যরা কী বলছে তা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমি বরং একটি দল হিসেবে নিজেদের সামর্থ্যের কথা জানি। প্রস্তুতি ম্যাচ নিয়ে আমরা চিন্তিত নই, যেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে পাইনি এবং এখন আমরা জানি আমাদের কী করতে হবে। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফল এমনিতেই আসবে।

[৬] মাহমুদউল্লাহ আরো বলেন, আমাদের কিছু বাধা টপকাতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। আশা করি, আগামীকাল (আজ) আমরা ভালো ক্রিকেট খেলতে সমর্থ হলে অনেকদূর যেতে পারব।

[৭] মুশফিকুর রহিমকে নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, মুশফিককে নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। সে ফিরে আসবে। ফর্ম ফিরে পেতে তার একটি ভালো ইনিংসই যথেষ্ট এবং সেটা কালই (আজ) হতে পারে। আমরা তার সামর্থ্যের কথাটি জানি এবং তার পাশে আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়