শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবগঞ্জে বৃদ্ধার চেইন ছিনতাই, গ্রেপ্তার ৫নারী

বগুড়া প্রতিনিধিঃ [২] বগুড়ার শিবগঞ্জে করোনার টিকা গ্রহণের সময় মরিয়ম বেগম (৫০) নামে এক বৃদ্ধার সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় ৫নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতালে) চত্বরে এ ঘটনা ঘটে।

[৩] গ্রেফতারকৃতরা হলো, বাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজমা বেগম (৩৫), কাওসার আলীর স্ত্রী ফুলতারা বেগম (২৫), মোঃ শামীমের স্ত্রী রাবেয়া বেগম (২১), হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম (২৫) ও চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁদ গ্রামের বাশির উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (২৫)।

[৪] জানা যায়, শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হুজ্জাতুল ইসলামের স্ত্রী বৃদ্ধা মরিয়ম বেগম (৫০) করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এর পর তিনি টিকাদান কেন্দ্রের লাইনে দাঁড়ান। এমন সময় নাজমা বেগসসহ তার চার সহযোগী মরিয়ম বেগমের চারপাশে গা ঘেঁষে দাঁড়ায়। মরিয়ম বেগম তাদের সরে দাঁড়াতে বললেও তারা না শুনে গাঁ ঘেঁষেই দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সময় নাজমা বেগম বৃদ্ধা মরিয়ম বেগমের পিছনে দাঁড়িয়ে বোরখার ভেতরে হাত দিয়ে গলায় থাকা ৩০ হাজার টাকা মূল্যের আটা আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। এই সময় বৃদ্ধা চিৎকার দিলে স্থানীয় জনতা নাজমাকে হাতেনাতে আটক করে। নাজমা আটক হওয়ায় তার অন্য সহযোগীরা পালাতে গেলে স্থানীয়রা তাদেরকেও আটক করে পুলিশে দেয়।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, এ ঘটনায় মরিয়মের ছেলে হাসান আলী বাদী হয়ে থানায় ৫জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করেছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে। চুরি যাওয়া চেইন উদ্ধার করে বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়