শিরোনাম

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় ৪ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

সালেহ্ বিপ্লব: [২] সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতাকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষ হয়, প্রাণ হারান ৪ জন। ঘটনায় জড়িতদের ধরতে রাতেই  অভিযান শুরু করে পুলিশ।

[৩] আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা সদরের জগদল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দু’গ্রুপের সংঘর্ষে আপন দুই সহোদরসহ চার জন নিহত হন। উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

[৪] নিহতরা হচ্ছেন- জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের দুই ছেলে সবুর মোল্ল্যা (৫৫) ও কবির মোল্ল্যা (৫০), চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০) এবং লুৎফার মোল্ল্যার পুত্র ইমরান হোসেন (৪০)।

[৫] তবে খুলনা গেজেট জানায় এ ঘটানায় আটক দেখিয়েছেন ৭ জন।

[৬] সংঘর্ষ ও নিহতের ঘটনায় দু’পক্ষই পরস্পরকে দায়ী করেছে। স্থানীয় নজরুল ইসলাম গ্রুপের একজন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে সবুর মোল্লার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ইমরান হোসেনকে খুন করেছে। অন্যদিকে সবুর মোল্লা গ্রুপের সৈয়দ আলী বলেন, বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পরিকল্পিতভাবে নজরুল ইসলামের সঙ্গে মিলে আমাদের দলের তিন জনকে হত্যা করেছে।

[৭] নাম প্রকাশে অনিচ্ছুক জগদল মাঝিপাড়া এলাকার এক গ্রামবাসী বলেন, নজরুল মেম্বার চেয়ারম্যান রফিকুল ইসলামের সমর্থক। মূলত সৈয়দ ইসলামকে মেম্বার প্রার্থী করার কারণেই চেয়ারম্যান রফিকুল ইসলাম সুপরিকল্পিতভাবে প্রতিপক্ষের তিন জনকে হত্যা করেছে।

[৮] মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত সাত/আট জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না। পুনরায় যাতে কোনো ঘটনা না ঘটে সে কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষ থেকেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়