শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৪০ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের ২০২৩ সালের আসর আয়োজন করবে পাকিস্তান

আখিরুজ্জামান সোহান: [২] আগামী কয়েক মৌসুমের এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করা হয়েছে, ২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে আসরটিও হবে ওয়ানডে ফরম্যাটে। পরের বছর শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। ডেইলি স্টার, স্টার্ট আপ পাকিস্তান,বিডি ক্রিক টাইম

[৩] পাকিস্তানে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগে আরেকটি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। ২০২২ সালের ওই টুর্নামেন্টটিও হবে টি-টোয়েন্টি ফরম্যাটের। সেটিরও স্বাগতিক দেশ হিসেবে থাকবে শ্রীলঙ্কা। কারণ ২০২২ সালে আবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, যেটি আয়োজন করবে অস্ট্রেলিয়া।

[৪] শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।  ভারত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ এই সভা পরিচালনা করেন। সভায় তিনি বলেন, 'এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সামনে সুযোগ এসেছে এশিয়া কাপ আয়োজন করার।

[৫] জয় আরো জানান, ক্রম অনুসারে ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আর তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজন করতে রাজী নয়। সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

[৬] এদিকে ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পিসিবি উভয়ের সূত্র মারফত তারা সেটা নিশ্চিত করেছে।

[৭] ২০২০ সালেই এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু তখন পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তাই শ্রীলঙ্কাকে দেওয়া হয় আয়োজনের ভার। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে এটি আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়