শিরোনাম

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোরশেদ: ‘ইন্টেশন’ ছাড়াও গণহত্যা ঘটতে পারে

হাসান মোরশেদ: ইন্টারেস্টিং বিষয় হলো, একাত্তরের জেনোসাইডকে ‘গণহত্যা’ বলে চালিয়ে দিয়ে আমাদের পতেরা যে কয়টি অপরাধকে ধামচাপা দেন এর অন্যতমটি হলো ‘জোরপূর্বক ধর্মান্তরিত’। একাত্তর প্রসঙ্গে গণহত্যার পাশাপাশি বড়জোর ধর্ষণ নিয়ে কথা বলা হয়, কিন্তু ‘জোরপূর্বক ধর্মান্তরিত’ নিয়ে কোথাও কোনো আলাপ নেই। অথচ এটি ‘জেনোসাইডাল ক্রাইম’ হিসেবে গণহত্যার চেয়েও ভয়ংকর। ‘ইন্টেশন’ ছাড়াও গণহত্যা ঘটতে পারে, কিন্তু ‘ইন্টেশন’ ছাড়া ‘জোরপূর্বক ধর্মান্তকরণ’ ঘটানো যায় না এবং এর ফলে ভিক্টিমের পরিচয় বদলে দেওয়া হয়। এই পরিচয় নিশ্চিহ্ন করাই জেনোসাইড।

একাত্তরে ব্যাপক আকারে হিন্দুদের জোর করে মুসলমান বানানো হয়েছে। মুক্তিযুদ্ধে জয় লাভের পর এই হিন্দুরা স্বধর্মে ফিরে গেছেন। তারাও পরে এই বিষয়টি ধামাচাপা দিয়েছেন যেহেতু হিন্দু ধর্ম এসব জাতপাত নিয়ে বড্ড কাতর। আর মুসলমানদের জন্য বিষয়টি ধামাচাপা দেওয়াটা তো জরুরি ছিলোই। ফলে জেনোসাইডের একটা প্রবল অপরাধ নিয়ে গত ৫০ বছরে বাংলাদেশে কোনো কাজ নেই। আগামীতেও হবেটবে বলে মনে হয় না। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়