শিরোনাম

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৩টি দেশের যাত্রীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : আগামী ৮ নভেম্বর থেকে শুধু সেসব যাত্রীই প্রবেশের অনুমতি পাবেন, যারা দুই ডোজ টিকার কোর্স সম্পন্ন করেছেন। তবে বাংলাদেশের পর্যটকরা আপতত যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে পারবেন না।

এর মধ্য দিয়ে ২০২০ সালের মার্চ থেকে ভ্রমণকারীদের ওপর জারি থাকা কড়াকড়ির অবসান হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কেভিন মুনোজ। টুইটবার্তায় তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া যেকোনো টিকার পূর্ণ ডোজ গ্রহীতারা ভ্রমণের অনুমতি পাবেন। সেক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিরাও প্রবেশের অনুমতি পাবেন। আর এ ধরনের ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। আরটিভি

এই কড়াকড়ির আওতায় বেশিরভাগ বিদেশি যারা ১৪ দিন যুক্তরাজ্যসহ বহুসংখ্যক ইউরোপীয় দেশের পাশাপাশি চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিলে অবস্থান করেছে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ রয়েছে।বিডিনিউজ

বিশ্বের অনেক দেশই কোভিডের কারণে জারি থাকা ভ্রমণ কড়াকড়ি এরই মধ্যে শিথিল করেছে। যুক্তরাষ্ট্র সেদিক থেকে অনেক দেরিতে এমন পদক্ষেপ নিচ্ছে। এর ফলে অন্তত ৩৩ টি দেশের নাগরিকদের জন্য‍ যুক্তরাষ্ট্র ভ্রমণের দ্বার খুলে যাবে ।বিডিনিউজ

প্রসঙ্গত, বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর কড়াকড়ি প্রথম আরোপ করা হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। প্রাথমিকভাবে চীন থেকে আগতদের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। পরে সেই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়