শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপে যত গ্যাস লাগে দেবে রাশিয়া

রাশিদ রিয়াজ : রাশিয়ার জাতীয় জালানি কমিটির প্রধান আলেক্সে গসপোদারেফ বলেছেন, ইউরোপে তীব্র জালানি সংকট থাকলেও কেউ শীতে ঠান্ডায় জমে যাবেন না। যত গ্যাস লাগে তা রাশিয়া ইউরোপের দেশগুলোকে দেবে। রাশিয়ার এনার্জি উইক ফোরামে তিনি রুশ বার্তা সংস্থা আরটি’কে বলেন গ্যাসের মূল্য স্থিতিশীল থাকবে সে নিয়েও কোনো শঙ্কা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন তার দেশের কাছে কেউ গ্যাস চাইলে খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে না। আলেক্সে গসপোদারেফ বলেন কোনো দেশের কাছে উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে রাশিয়া কখনো গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। ইতিহাসে তা কখনো ঘটেনি। চলতি বছরে রাশিয়া গ্যাস মজুদে নতুন রেকর্ড গড়েছে। প্রয়োজন অনুসারে ইউরোপে গ্যাস সরবরাহ করা হবে। তবে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদি চুক্তির ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে নেদারল্যান্ডে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য দাঁড়িয়েছে ১২শ ডলার। গত সপ্তাহে এই গ্যাসের মূল্য পৌঁছে যায় ১৯৩৭ ডলার। গ্যাসের বাজারে মূল্য স্থিতিশীল রাখার বিষয়টি বিভিন্ন সূচকের ওপর নির্ভর করে বলে আলেক্সে গসপোদারেফ জানান। তিনি বলেন গ্যাসের মূল্য বৃদ্ধিতে কোনো দেশের অর্থনীতি উপকৃত হতে পারে না। কোনো দেশ দীর্ঘমেয়াদে প্রধান জ্বালানি পণ্যের মূল্য নিয়ে পূর্বাভাস দিতে পারে তাহলে তা ওই দেশের জিডিপি গঠনের ভিত্তি হয়ে দাঁড়ায় এবং বিনিয়োগের নীতি নির্ধারণ সহজ হয়ে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়