শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপুজা

সোহাগ হাসান: কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ চৌরাস্তা মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধায় যমুনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচদিন ব্যাপী সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।

বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসূফ সুর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস ও সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক প্রমূখ। আজ শুক্রবার সন্ধায় যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচদিন ব্যাপী দূর্গোৎসবের।

এদিকে শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় পুলিশি টহল আরো জোরদার সহ বাড়তি ব্যবস্থায় কঠোর অবস্থান নেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ। প্রতিটি মন্দিরে পাহারায় থাকে পুলিশ । বাড়ানো হয় গোয়েন্দা তৎপরতা।

শুক্রবার জুম্মার নামাজের পর শহরের খন্ড মিছিল হলেও বড় কোন মিছিল করতে দেয়নি পুলিশ। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার সকাল থেকে জেলা শহর এবং প্রতিটি উপজেলায় পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা সহ পুলিশী টহল আরো জোরদার করা হয়। শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। জেলায় এবছর ৫০২টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়