শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের পরিবর্তে শুধু কথা বলে যাওয়ায় বিশ্বনেতাদের ওপর বিরক্ত রাণী এলিজাবেথ

লিহান লিমা: [২]আগামী মাসে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ২৬’ উপস্থিত থাকবেন কি না তা নিশ্চিত করেন নি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

[৩]কার্ডিফে ওয়ালশ পার্লামেন্টের ষষ্ঠ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রাণী এলিজাবেথকে পুত্রবধূ প্রিন্সেস ক্যামিলিয়া ও ওয়ালস সেনেড এর প্রিসাইডিং অফিসার এলিন জোনসের সঙ্গে বিশ্বনেতাদের ওপর বিরক্তি ও হতাশা প্রকাশ করতে দেখা যায়। নিয়ে গসিপ করতে দেখা যায়।

[৪]রাণী বলেন, ‘আমি কপ২৬ সম্মেলন সম্পর্কে শুনেই আসছি। কিন্তু এখনো জানি না কারা কারা আসছেন। আমার কোনো ধারণা নেই। কারা আসছেন না আমরা শুধু তা জানি। এটি খুব বেশি আশাব্যঞ্জক হবে না।’

[৫]রাণীর এই কথাগুলো ভিডিও ফুটেজে প্রকাশ করে ওয়েলশ পার্লামেন্ট। রাণীকে বলতে শোনা যায়, ‘তারা যখন কথা বলে সেটি সত্যিই অনেক বিরক্তিকর। তারা বলে কিন্তু কাজ করে না।’ এই সময় মিস জোন্স রাণীকে বলেন, ‘ঠিক। তাদের কাজ করার সময় হয়েছে। আজ সকালে টিভিতে আমি দেখেছি আপনার নাতি (প্রিন্স উইলিয়াম) বলছে, মহাকাশে যাওয়ার কোনো মানে নেই।’ রাণী বলেন, ‘হ্যাঁ আমি এটি পড়েছি। আমাদের আগে পৃথিবীকে বাঁচাতে হবে।’

[৬]এর আগে রানীর নাতি প্রিন্স উইলিয়াম বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সম্প্রতি মহাকাশ পর্যটনের সম্ভবনাময় খাতের বিষয়টিকে প্রত্যাখ্যান করে বলেন, আমাদের আগে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কাজ করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়